Tuesday, June 9, 2020

ছয় দফা



ছয় দফায় বিধৃত দাবিসমূহ নিম্নরূপ:
logoupload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/...

১.
লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় 
পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত আইন পরিষদ সার্বভৌম হবে;
২.
ফেডারেল সরকারের হাতে থাকবে শুধু দুটি বিষয়, প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক, এবং অপর সব বিষয় 
ফেডারেশনে অন্তর্ভুক্ত রাজ্যসমূহের হাতে ন্যস্ত থাকবে;
৩.
পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে 
সমগ্র পাকিস্তানের জন্য ফেডারেল সরকারের নিয়ন্ত্রণাধীন একটিই মুদ্রাব্যবস্থা থাকবে, একটি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক ও
 দুটি আঞ্চলিক রিজার্ভ ব্যাঙ্ক থাকবে। তবে এক্ষেত্রে পূর্ব পাকিস্তান থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানে পাচার হতে না পারে
তার ব্যবস্থা সম্বলিত সুনির্দিষ্ট বিধি সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে;
৪.
দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে। তবে ফেডারেল
 সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা দুই অঞ্চল থেকে সমানভাবে কিংবা উভয়ের স্বীকৃত অন্য কোনো হারে আদায়
 করা হবে;
৫.
দুই অংশের মধ্যে দেশিয় পণ্য বিনিময়ে কোনো শুল্ক ধার্য করা হবে না এবং রাজ্যগুলো যাতে যেকোন বিদেশি রাষ্ট্রের সঙ্গে 
বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করতে পারে সংবিধানে তার বিধান রাখতে হবে।
৬.
প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা-সামরিক রক্ষীবাহিনী গঠন, পূর্ব পাকিস্তানে অস্ত্র কারখানা স্থাপন 
এবং কেন্দ্রীয় নৌবাহিনীর সদর দফতর পূর্ব পাকিস্তানে স্থাপন করতে হবে।


 ছয় দফার ১ নং অনুচ্ছেদে ফেডারেল সরকারের রাষ্ট্রর স্বপ্ন স্পষ্ট এবং ১৯৭০ এর নির্বাচনের ফলাফল অনুযায়ী শেখ মুজিবরকে সমগ্র 
পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে বঞ্চিত করা হয়েছে। সে সময় শেখ মুজিব সমগ্র পাকিস্তানের শাসক হবেন এটাই স্বাভাবিক। 
ছয় দফার বাকী অনুচ্ছেদ অবশ্যই ভিন্ন ধারায় প্রবাহিত। স্বাধীনতা পরবর্তী সময়ে ভুট্টোর সাথে শেখ মুজিবের সখ্যতা দেখে আমি
ব্যক্তিগতভাবে মনে করি শেখ মুজিব সবার সাথেই লিয়াজো করতেন। তিনি একজন বাস্তবধর্মী  পেশাজীবি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। 
গতানুগতিক ভাবে তিনি সমগ্র পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেই হয়তো বেশি খুশি হতেন ।  
 
















Monday, June 8, 2020

পাকিস্তান প্রসঙ্গ ( ইতিহাস ও রাজনীতি)

পাকিস্তান  দক্ষিণ এশিয়া থেকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসানের ফলে ১৯৪৭ সালের ১৪ আগস্ট একটি মুসলিম রাষ্ট্র হিসেবে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়

১৯৩৭ সালের নির্বাচনে মুসলিম ভোটে মুসলিম লীগের মাত্র ৪.৫ শতাংশ আসন লাভের প্রেক্ষিতে ১৯৪৬ সালের নির্বাচনে ৯০ শতাংশ আসন লাভ ছিল এক চমকপ্রদ সাফল্য। বস্ত্তত ১৯৪৬ সালের নির্বাচন ছিল পাকিস্তানের জন্য মুসলমানদের একটি গণভোট। লন্ডনে অতঃপর এটি সুস্পষ্ট হয়ে যায় যে, ভারতের ভবিষ্যৎ নির্ধারণের যেকোন আলোচনায় থাকবে তিনটি পক্ষ, ব্রিটিশ, কংগ্রেস ও মুসলিম লীগ।


১৯৪২ সালের আগস্ট মাসে গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড় আন্দোলন শুরু হয়। জিন্নাহ্ এ আন্দোলনের নিন্দা করেন। প্রতিক্রিয়া হিসেবে ব্রিটিশ সরকার প্রায় ৬০,০০০ লোক গ্রেফতার এবং কংগ্রেসকে বেআইনি ঘোষণা করে। সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পেতে থাকে। ১৯৪৪ সালে জিন্নাহ্ ও গান্ধীর আলোচনা গান্ধী ও বড়লাটের মধ্যকার আলোচনার মতোই ব্যর্থ হয়।

১৯৪৫ সালের জুলাই মাসে লেবার পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ব্রিটেনে ক্ষমতাসীন হয়। ইতোমধ্যে ভারতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছিল এবং ১৯৪৫ সালে বোম্বেতে নৌবিদ্রোহের পর ব্রিটিশ কর্মকর্তাগণ এ সিদ্ধান্তে উপনীত হন যে, একটি অনিচ্ছুক অধীন দেশকে জোরপূর্বক আটকে রাখার একমাত্র বিকল্প হলো স্বাধীনতা দান। ১৯৪৫ সালে ভাইসরয় লর্ড ওয়াভেল অন্তর্বর্তীকালীন সরকারের ধরন নির্ধারণের জন্য ভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে সিমলায় মিলিত হন। কিন্তু কোনো মতৈক্যে পৌঁছান সম্ভব হয় না।


১৯৪৬ সালের নির্বাচনে কংগ্রেস ও মুসলিম লীগ প্রধান দুটি দল হিসেবে আবির্ভূত হলেও মুসলিম লীগ উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলিম আসনগুলোতে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। প্রথমে মনে হয়েছিল ভিন্নমত সত্ত্বেও উভয় দলই ক্যাবিনেট মিশন পরিকল্পনা গ্রহণ করেছে, কিন্তু নেতৃবৃন্দের আচরণে অচিরেই তিক্ততা ও অবিশ্বাস দেখা দেয়। নেহেরু এই বলে কার্যত পরিকল্পনার সাফল্যের সম্ভাবনা নস্যাৎ করে দেন যে, কংগ্রেস ব্রিটিশের চুক্তিতে শৃঙ্খলিত থাকবে না এবং তাতে স্পষ্ট হয়ে ওঠে যে কংগ্রেস নবগঠিত গণপরিষদে নিজ আদর্শানুগ সংবিধান প্রণয়নে তাদের সংখ্যাগরিষ্ঠতার সুযোগ ব্যবহার করবে।

একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনও বিতর্কিত ছিল। জিন্নাহ মুসলিম লীগ ও কংগ্রেসের মধ্যে সমতার দাবি উত্থাপন করলে ভাইসরয় তা প্রত্যাখ্যান করেন। মুসলিম লীগ অতঃপর অন্তর্বর্তীকালীন সরকার বর্জন করে এবং কংগ্রেস ও মুসলিম লীগ মুসলমান মন্ত্রী নিয়োগের অধিকার সম্পর্কে পরস্পরের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়, যে বিশেষ অধিকারটি একমাত্র মুসলিম লীগের বলেই জিন্নাহ্ দাবি করেন।
মুসলিম লীগকে বাদ দিয়েই ভাইসরয় অন্তর্বর্তী সরকার গঠনে অগ্রসর হলে জিন্নাহ্ ১৯৪৬ সালের ১৬ আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালনের আহবান জানান। ফলত, ভারতে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং বাংলা ও বিহারে দাঙ্গা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কলকাতায় মুসলিম নিধনের সংবাদে গান্ধী কলকাতায় ছুটে আসেন এবং মুসলিম লীগ দলীয় মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহয়াওয়ার্দীর সঙ্গে মিলে দাঙ্গা প্রশমনের চেষ্টা করেন। উভয়ের মিলিত চেষ্টায় বাংলায় দাঙ্গা বন্ধ হলেও অন্যত্র তা ছড়িয়ে পড়ে। সাম্প্রদায়িক সহিংসতা রোধের উদ্দেশ্যে জিন্নাহ্ অন্তর্বর্তী সরকারে যোগদানে মুসলিম লীগকে অনুমতি দিলেন। কিন্তু গৃহযুদ্ধের আশঙ্কাতাড়িত সরকার অতঃপর মন্ত্রিবর্গের মতভেদের দরুন নিষ্ক্রিয় হয়ে পড়ে।

১৯৪৮ সালের জুন মাসের মধ্যেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশসহ লর্ড  মাউন্টব্যাটেন ১৯৪৭ সালের ফেব্রুয়ারি মাসে ভাইসরয় নিযুক্ত হন। ১৯৪৭ সালের ৩ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এট্লি কমন্সসভায় ভারতের স্বাধীনতা ও দেশবিভাগ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেন এবং ১৪ জুলাই ভারতের স্বাধীনতা আইন গৃহীত হলে উপমহাদেশে দুটি স্বাধীন ডোমিনিয়ন প্রতিষ্ঠিত হয়, আর দেশিয় রাজ্যগুলো যেকোন একটি ডোমিনিয়নে যোগদানের স্বাধীনতা পায়। ভারত বিভাগ পরিকল্পনায় বলা হয় যে, পাঞ্জাব ও বাংলার মুসলিমপ্রধান সন্নিহিত জেলাগুলো পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে। আসামের সিলেট জেলায় একটি গণভোট অনুষ্ঠানের ফলে সেটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশেও একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল এবং কংগ্রেসের বর্জন সত্ত্বেও প্রদেশটি পাকিস্তানের সঙ্গে যোগদানের সিদ্ধান্ত  নেয়।
১৯৪৭ সালের সারা গ্রীষ্মকাল ব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা বৃদ্ধি পেতে থাকলেও দিল্লিতে দেশভাগের প্রস্ততি অব্যাহত থাকে। সম্পদ ভাগ, সীমান্ত চিহ্নিত করার জন্য সীমানা কমিশন গঠন এবং ব্রিটিশ সৈন্যবাহিনীর অপসারণ সম্পন্ন হয়। সামরিক বাহিনী দুটি বাহিনীতে পুনর্গঠিত হয়। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে থাকে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা যেকোন একটি দেশ বেছে নেওয়ার সুযোগ পায়। যেসব ব্রিটিশ কর্মকর্তা এদেশে থাকার সুযোগ পাবে না তাদের ক্ষতিপূরণসহ অবসর প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান ও ভারত স্বাধীনতা লাভ করে।

স্বাধীনতার মাত্র ১৩ মাস পর ১৯৪৮ সালের সেপ্টেম্বর মাসে জিন্নাহ্ মৃত্যুবরণ করেন

জিন্নাহর উত্তরসুরী লিয়াকত আলী খান নেতৃত্ব গ্রহণ করেন এবং প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। তিনি নতুন জাতিকে একটি সংবিধান প্রদানে ব্যর্থ হন, কেননা মুসলিম লীগ বা গণপরিষদ কোনটিই ইসলামের ভূমিকা ও প্রদেশগুলোর স্বায়ত্তশাসনের সীমা সংক্রান্ত সমস্যা ও মতবিরোধ সংসদীয় পদ্ধতিতে নিরসনের যোগ্য ছিল না। ১৯৫১ সালের অক্টোবর মাসে রাওয়ালপিন্ডিতে আততায়ীর হাতে লিয়াকত আলী নিহত হলে খাজা নাজিমুদ্দিন তাঁর স্থলবর্তী হন; কিন্তু অচিরেই তাঁকে গভর্নর জেনারেল করা হয়।

১৯৫৪ সালের নির্বাচনে পূর্বপাকিস্তানে যুক্তফ্রন্টের নিকট মুসলিম লীগের শোচনীয় পরাজয়ের মধ্যে রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে লীগের লক্ষ্যহীনতা সুস্পষ্ট হয়ে ওঠে। লক্ষণীয়, স্বায়ত্তশাসনের সমর্থক সাবেক দুই মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও ফজুলল হকের নেতৃত্বে আওয়ামী লীগ ও কৃষক-শ্রমিক দলের কোয়ালিশনের মাধ্যমে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। ইসলামী দলগুলোও, বিশেষত জামায়াত-ই-ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করে।

লিয়াকত আলী নিহত হওয়ার পর সমস্যাবলির কোনটিরই সমাধান হয় নি, বরং গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ এবং প্রধানমন্ত্রী নাজিমুদ্দিনের মধ্যে প্রবল বিরোধ দেখা দেয়। উল্লেখ্য, গোলাম মোহাম্মদ ছিলেন সিভিল সার্ভিসের একজন পাঞ্জাবী আমলা এবং নাজিমুদ্দিন ছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী এবং সে সময়ে পূর্ববাংলার মুখ্যমন্ত্রী।

১৯৫৫ সালে পুনরুজ্জীবিত গণপরিষদের অধিবেশন আহূত হয়। পূর্ববর্তী গণপরিষদ থেকে এটির গঠনগত পার্থক্য ছিল, কেননা এতে মুসলিম লীগ সদস্যসংখ্যা যথেষ্ট পরিমাণে হ্রাস পেয়েছিল এবং পূর্ববাংলার যুক্তফ্রণ্ট সদস্যরা অন্তর্ভুক্ত হয়েছিলেন যাদের প্রধান দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। ১৯৫৫ সালে স্বাস্থ্যের অবনতি এবং জেনারেল ইস্কান্দার মির্জার উত্থানের ফলে গভর্নর জেনারেল পদ থেকে গোলাম মোহাম্মদ ইস্তফা দিতে বাধ্য হন।
১৯৫৬ সালে গণপরিষদ একটি সংবিধান পাস করে, পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্র ঘোষিত হয় এবং একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নির্দেশনা যোগায়, গণপরিষদের নতুন নামকরণ হয় আইনসভা। উল্লেখ্য, পাকিস্তান আন্দোলনের নেতৃস্থানীয় আইনজীবী-রাজনীতিকরাও স্বতঃসিদ্ধ হিসেবে মুসলিম জাতীয়তার ধারণা উপস্থাপনের সঙ্গে সঙ্গে ধর্মনিরপেক্ষ ব্রিটিশ সংসদীয় ঐতিহ্যের নীতিমালা ও আইনি নজিরগুলো ঠিকই ব্যবহার করতেন।

মৌলিক গণতন্ত্র  কেন্দ্র ও পূর্ব-পাকিস্তানে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ১৯৫৮ সালে আইয়ুব খান সামরিক আইন জারি করেন। আইয়ুব খানের সামরিক শাসনব্যবস্থা ছিল এক ধরনের ‘প্রতিনিধিত্বমূলক একনায়কতন্ত্র’; কিন্তু ‘মৌলিক গণতন্ত্র’ হিসেবে ১৯৫৯ সালে প্রবর্তিত রাজনৈতিক ব্যবস্থা ছিল আইয়ুব খানের পরিভাষায় পাকিস্তানের স্বকীয় ‘প্রতিভা’।

পরোক্ষ নির্বাচন ব্যবস্থার ফল হিসেবে ১৯৬২ সালে একটি নতুন সংবিধান ঘোষিত হয়। আইয়ুব খান একটি আধুনিক সংসদীয় গণতন্ত্র পাকিস্তানের জন্য উপযুক্ত বলে মনে করতেন না, বরং স্বতন্ত্র প্রশাসনিক একক ‘মৌলিক গণতন্ত্র’কে অধিকতর উপযোগী ভাবতেন, যেগুলো তাঁর ভাষায় ব্যাপক অশিক্ষিত মানুষকে ‘তাদের সামর্থ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ’ সীমিত প্রতিনিধিত্ব ও সিদ্ধান্ত গ্রহণের সঙ্গে জড়িত করে শিক্ষিত করে তুলতে পারে। মৌলিক গণতন্ত্র স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট ছিল না। এর উদ্দেশ্য ছিল আইয়ুব প্রশাসনের ও সাধারণ জনগণের মধ্যে একটি দ্বিমুখী যোগসূত্র সৃষ্টি এবং মন্থর গতিতে সামাজিক পরিবর্তনের অগ্রগতি সাধন।
মৌলিক গণতন্ত্র পদ্ধতি পাঁচ-স্তরবিশিষ্ট প্রতিষ্ঠান গড়ে তোলে। ইউনিয়ন কাউন্সিল ছিল সর্বনিম্ন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, প্রায় ১০,০০০ জনসংখ্যা অধ্যুসিত গ্রামগুলোর জন্য একটি। প্রতিটি ইউনিয়ন পরিষদে ১০ জন নির্বাচিত এবং ৫ জন মনোনীত সদস্য থাকত এবং তাদের মৌলিক গণতন্ত্রী বলা হতো। ইউনিয়ন পরিষদের দায়িত্ব ছিল স্থানীয় কৃষি ও সামাজিক উন্নয়ন এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষা। এগুলো স্থানীয় প্রকল্পের জন্য স্থানীয়ভাবে কর ধার্য করতেও পারত। অন্যান্য স্তর রাজনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ ছিল না।
১৯৬৯ সালে আইয়ুব খান ও তাঁর ব্যবস্থার পতন পর্যন্ত সময়কালে মৌলিক গণতন্ত্র পদ্ধতি দৃঢ়মূল হতে পারে নি বা এর উদ্দেশ্যও সাধন করতে পারে নি। এভাবে ব্রিটিশ সাংবিধানিক আইনে প্রশিক্ষিত কিছুটা প্রশাসনিক জ্ঞানসম্পন্ন রাজনীতিকদের একটি নতুন শ্রেণীর উদ্ভব ঘটত কিনা তা জানার আর অবকাশ ঘটে নি। জাতীয় সংহতির প্রতিষ্ঠানগুলোতে গ্রামীণ জনগণকে সংগঠিত করতেও এ পদ্ধতি তেমন সফল হয় নি। এতে একক গুরুত্ব পেয়েছিল অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক কল্যাণ। মৌলিক গণতন্ত্রে সরকারি কর্মকর্তাদের কর্তৃত্ব বেড়েছিল এবং পশ্চিমাঞ্চলে জমিদার ও বড় বড় শিল্পপতির ক্ষমতা অক্ষুণ্ণ ছিল।

সংসদীয় পদ্ধতির পতন  ১৯৫৬ সালের সংবিধানে গৃহীত সংসদীয় ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সুশৃঙ্খল রাজনৈতিক দল পাকিস্তানে ছিল না। জাতীয় গণতান্ত্রিক দল হিসেবে গড়ে উঠার উপযুক্ত একমাত্র দল মুসলিম লীগও ক্রমেই মর্যাদা হারাচ্ছিল। পশ্চিম পাকিস্তানে সিন্ধু ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ পাঞ্জাবের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভুত্ব মেনে নিতে পারে নি এবং আগের বছর গণপরিষদে গৃহীত ‘এক-ইউনিট’ পরিকল্পনার বিরোধী ছিল। একক প্রদেশ পরিকল্পনায় পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও পাঞ্জাব পশ্চিম পাকিস্তান নামের একটি একক প্রশাসনিক ইউনিটের অন্তর্ভুক্ত হয়, আর এভাবে নতুন আইনসভা জনসংখ্যাগরিষ্ঠ পূর্ব-পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের সমতা সৃষ্টির প্রয়াস পায়।
১৯৫৬ সালে আওয়ামী লীগ ও মুসলিম লীগের বিদ্রোহী নেতা-কর্মীদের সমন্বয়ে পশ্চিম পাকিস্তানের নবগঠিত রিপাবলিকান পার্টিকে নিয়ে সোহরাওয়ার্দী কেন্দ্রে একটি কোয়ালিশন মন্ত্রিসভা গঠন করেন। সোহরাওয়ার্দী পূর্ব-পাকিস্তানে অত্যন্ত জনপ্রিয় হলেও পশ্চিম পাকিস্তানে তাঁর রাজনৈতিক ভিত্তি ততটা মজবুত ছিল না। এক-ইউনিট পরিকল্পনার পক্ষে অটল ভূমিকার দরুণ সোহরাওয়ার্দী সিন্ধু, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানে সমর্থন হারান।
১৯৫৮ সালের অক্টোবর মাসে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা সামরিক বাহিনীর সহায়তায় ১৯৫৬ সালের সংবিধান স্থগিত ও সামরিক আইন জারি করেন এবং ১৯৫৯ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠেয় নির্বাচনের তফশিল বাতিল করে দেন। রাজনীতিকদের ব্যাপারে সন্দিহান বেসামরিক আমলাতন্ত্রও মির্জাকে সমর্থন যোগায়। তা সত্ত্বেও ২৭ অক্টোবর মির্জা ক্ষমতাচ্যুত ও লন্ডনে যাবজ্জীবন নির্বাসিত হন। সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আইয়ুব খান সামরিক সরকারের নিয়ন্ত্রণ গ্রহণ করেন।

আইয়ুব যুগ  ১৯৫১ সালের জানুয়ারি মাসে আইয়ুব খান পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে জেনারেল স্যার ডগলাস গ্রেসীর স্থলবর্তী হন। এ পদে তিনিই ছিলেন প্রথম পাকিস্তানি। তাঁর চাকুরি জীবন তেমন উজ্জ্বল না হলেও এবং কোনো যুদ্ধে নেতৃত্ব না দিলেও কয়েকজন জ্যেষ্ঠ ও সুযোগ্য সেনানায়ককে এড়িয়ে তাঁকে পদোন্নতি দেওয়া হয়েছিল। দক্ষ প্রশাসকের খ্যাতি, রাজনৈতিক উচ্চাশা ও শক্তিশালী কোনো দলের সমর্থন তাঁর ছিল না। অখ্যাত পাখতুন গোষ্ঠীর একটি সাধারণ পরিবার থেকে উঠে আসার কারণে অভ্যন্তরীণ শক্তিবলয়ের সঙ্গে তাঁর যোগাযোগ না-থাকার জন্যই সম্ভবত তিনি সকল পক্ষের কাছেই গ্রহণযোগ্য ছিলেন।
কিন্তু পদোন্নতি লাভের স্বল্পকালের মধ্যেই আইয়ুব খান এক শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠেন। সম্ভবত অন্য কোনো পাকিস্তানির তুলনায় আইয়ুব খান মার্কিন সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা লাভে এবং আন্তর্জাতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোটগঠনে অধিকতর সচেষ্ট ছিলেন। সেনাবাহিনীর সর্বাধিনায়ক এবং ১৯৫৪ সালে কিছুকাল প্রতিরক্ষামন্ত্রী থাকার সুবাদে তিনি সামরিক বাহিনীর স্বার্থবিরোধী যেকোন সরকারি নীতিতে ভেটো প্রদানের ক্ষমতার অধিকারী ছিলেন।
১৯৫৮ সালে পারিবারিক ও বিবাহ আইন সংস্কারের উদ্দেশ্যে একটি আইন কমিশন গঠিত হয়। উক্ত কমিশনের রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষার পর আইয়ুব খান ১৯৬১ সালে পারিবারিক আইন অধ্যাদেশ জারি করেন। এ আইনে বহুবিবাহের সুযোগ সীমিত করা হয় এবং বিবাহ ও বিবাহ বিচ্ছেদ ‘নিয়ন্ত্রিত’ হওয়ায় নারীদের আইনগত অধিকার পূর্বাপেক্ষা বৃদ্ধি পায়। এই মানবিক পদক্ষেপকে পাকিস্তানের নারী সংগঠনগুলো জোরালো সমর্থন জানায়।
আইয়ুব খান কর্তৃক অর্থনৈতিক উন্নয়নের বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণের ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বৃদ্ধি পায়। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার অর্থাৎ ‘সবুজ বিপ্লব’ সাধনের জন্য ভূমিসংস্কার, জোতজমি একত্রীকরণ ও মজুতদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সঙ্গে সঙ্গে পল্লীঋণ কর্মসূচি ও কর্মসংস্থান প্রকল্প, কৃষিপণ্যের সংগ্রহমূল্য বৃদ্ধি, কৃষিখাতে অতিরিক্ত বরাদ্দ এবং বিশেষত উন্নতমানের বীজ সরবরাহের ব্যবস্থা গৃহীত হয়েছিল।

১৯৬২ সালের সংবিধান  ১৯৫৮ সালে আইয়ুব খান দ্রুত সাংবিধানিক ব্যবস্থায় প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি দেন। ১৯৬০ সালের ফেব্রুয়ারি মাসে ১১ সদস্যের একটি সাংবিধানিক কমিশন গঠিত হয়। কমিশন কর্তৃক প্রত্যক্ষ নির্বাচন, শক্তিশালী আইন ও বিচার বিভাগ, স্বাধীন রাজনৈতিক দল ও প্রেসিডেন্টের ক্ষমতা সীমিতকরণ প্রভৃতি সুপারিশ আইয়ুব সরকারের দর্শনের বিরোধী হওয়ায় তিনি অপর কয়েকটি কমিটিকে সুপারিশগুলো পর্যালোচনার নির্দেশ দেন।
১৯৬২ সালের সংবিধানে ইসলামী প্রজাতন্ত্রের কিছু বৈশিষ্ট্য বিদ্যমান থাকলেও মূল ভাষ্যে ইসলামী শব্দটি বাদ দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাপক বিরোধিতার মুখে পরবর্তীকালে আয়ুব খান শব্দটি পুনরায় যুক্ত করেন। পাকিস্তানের রাষ্ট্রপতি হবেন একজন মুসলমান এবং সরকারকে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশের সকল আইনকানুন সংশোধনে সহায়তার জন্য ইসলামী ভাবাদর্শী একটি উপদেষ্টা পরিষদ এবং ইসলামী গবেষণা প্রতিষ্ঠান গঠিত হয়েছিল। এ দুটি সংস্থাই ছিল উপদেষ্টামূলক এবং এগুলোর সদস্যরা প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত হতেন, ফলত উলামাদের ক্ষমতার কোন ভিত্তি ছিল না।
১৯৬২ সালের সংবিধানে আইয়ুব খান স্বীয় প্রাধান্য কিছুটা অটুট রাখতে চেয়েছিলেন। রাষ্ট্রপতিশাসিত সরকার গঠনের দলিলেও তিনি আইনজীবী-রাজনীতিকদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন এবং সহযোগী সামরিক কর্মকর্তাদের হাতে ক্ষমতা প্রত্যর্পণ করেছেন। শাসনকালের প্রথম কয়েক বছর আইয়ুব খান শাসনকার্যে দুটি প্রধান ধারা প্রয়োগে মনোযোগী ছিলেন : ক্ষমতা সংহতকরণ এবং বিরোধীদের ভীতিপ্রদর্শন। অর্থনৈতিক, আইনগত ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ পরির্বতনের মাধ্যমে তিনি ভবিষ্যৎ স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করতেও চেয়েছিলেন।
নিজ শাসনামলকে জনপ্রিয় করার প্রচেষ্টার সঙ্গে সঙ্গে আইয়ুব বিরোধীদেরও কোণঠাসা করেছিলেন। তিনি জনসমক্ষে নিজের একটি বিশেষ ভাবমূর্তি তুলে ধরতে চাইতেন এবং প্রায়শ ‘জনগণের সঙ্গে সাক্ষাতের’ উদ্দেশ্যে সফরে বেরুতেন। পূর্ব-পাকিস্তানের কিছু অভাব অভিযোগ নিরসনের ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন ছিলেন। তিনি যথাসম্ভব সিভিল সার্ভিসের বাঙালি সদস্যদের পূর্ব পাকিস্তানে নিয়োগ দিয়েছিলেন যেখানে ইতিপূর্বে অনেকেই ছিল পশ্চিম পাকিস্তানের যারা এ অঞ্চলের সমস্যা, জনমত বা ভাষা বুঝত না। অতঃপর ঢাকা পাকিস্তানের বিধানিক রাজধানী এবং ইসলামাবাদ প্রশাসনিক রাজধানী ঘোষিত হয়। পরিকল্পনা কমিশনের মতো কেন্দ্রীয় সরকারের সংস্থাগুলোকে ঢাকায় নিয়মিত বৈঠক করার নির্দেশ দেওয়া হয়। পূর্ব পাকিস্তানে সরকারি বিনিয়োগ বৃদ্ধি পেলেও বেসরকারি বিনিয়োগ যথারীতি পশ্চিম পাকিস্তানেই অধিক ছিল। কিন্তু আইয়ুব প্রশাসন অত্যধিক কেন্দ্রীভূত থাকায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানের অনুপস্থিতিতে তাঁর শাসনামলে যেটুকু উন্নয়ন ঘটেছিল তা ছিল মোটামুটি পশ্চিম পাকিস্তানেই সীমিত।
১৯৬৫ সালের যুদ্ধ  কুচের রান অঞ্চলের দক্ষিণ-পূর্বে অনির্ধারিত সীমানাসহ কতিপয় সীমান্ত বিরোধকে কেন্দ্র করে ১৯৬৫ সালের এপ্রিল মাসে পাকিস্তান-ভারত যুদ্ধ বাঁধে এবং শীঘ্রই তা কাশ্মীরের যুদ্ধবিরতি রেখা বরাবর ছড়িয়ে পড়ে। পারস্পরিক সম্মতিতে ব্রিটিশের পৃষ্ঠপোষকতা ও মধ্যস্থতায় কুচের রান অঞ্চলে সংঘর্ষের অবসান ঘটলেও কাশ্মীর বিরোধ অত্যধিক মারাত্মক ও ব্যাপকতর আকার ধারণ করে। ১৯৬৫ সালের বসন্তকালের গোড়ার দিকে ভারত ও জাতিসংঘের পর্যবেক্ষকরা ভারত অধিকৃত কাশ্মীরে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের তৎপরতা বৃদ্ধির অভিযোগ উত্থাপন করে। পাকিস্তানের আশা ছিল যে, ভারতের বিরুদ্ধে কাশ্মীরীদের মধ্যে বিদ্রোহ দেখা দিলে তারা তাতে সমর্থন যোগাবে, কিন্তু তেমন কিছু ঘটে নি। ভারত আগস্ট মাসে পাকিস্তান কর্তৃক দখলকৃত কাশ্মীরের উত্তরাঞ্চল দখল করে নেয় এবং পাকিস্তান সেপ্টেম্বরে কাশ্মীরের দক্ষিণ পশ্চিমের চাম্ব এলাকা আক্রমণ করে। উভয় দেশেরই লক্ষ্য ছিল সীমিত এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কর্তৃক ভারত-পাকিস্তানে তাদের সামরিক সরবরাহ কমিয়ে দেয়ায় কারও পক্ষেই দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাবার মতো আর্থিক সামর্থ্য ছিল না।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ২৩ সেপ্টেম্বর যুদ্ধবিরতি ঘোষিত হয়। প্রেসিডেন্ট আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ১৯৬৬ সালের জানুয়ারি মাসে তাসখন্দ ঘোষণায় স্বাক্ষর করেন এবং ফলত দু’দেশের বিরোধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং পারস্পরিক সেনাপ্রত্যাহারের আহবান জানানো হয়। আইয়ুব খানের বাস্তব ও রাষ্ট্রনায়কসুলভ এ পদক্ষেপে পশ্চিম পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। ছাত্র ও রাজনীতিকরা শহরাঞ্চলে আন্দোলন শুরু করে এবং অনেকেই গ্রেফতার হয়। তাসখন্দ ঘোষণা আইয়ুব প্রশাসনের রাজনৈতিক ভাগ্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

ছয়দফা কর্মসূচি  ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে অনুষ্ঠিত এক জাতীয় সম্মেলনে নিজ নিজ মতপার্থক্য ও সাধারণ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনার জন্য সকল বিরোধী দল অংশগ্রহণ করে। আলোচনার মূল বিষয় ছিল তাসখন্দ ঘোষণা। অত্যন্ত লক্ষণীয় ছিল পূর্ব-পাকিস্তান থেকে অত্যল্প সংখ্যক রাজনীতিকের অংশগ্রহণ। সম্মেলনে আগত প্রায় ৭০০ প্রতিনিধির মধ্যে মাত্র ২১ জন ছিলেন পূর্ব-পাকিস্তানের। তারা এসেছিলেন আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যিনি পূর্ব-পাকিস্তানের প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে ছয়দফা রাজনৈতিক ও অর্থনৈতিক দাবি উত্থাপন করেন। ছয়দফার মধ্যে ছিল ফেডারেল ও সংসদীয় পদ্ধতির সরকার, প্রাপ্তবয়স্কের সর্বজনীন ভোটে সংসদ-সদস্য নির্বাচন এবং জনসংখ্যার ভিত্তিতে আইনসভার প্রতিনিধি সংখ্যা নির্ধারণ, ফেডারেল সরকারের হাতে শুধু পররাষ্ট্র ও প্রতিরক্ষার দায়িত্ব প্রদান, প্রত্যেক প্রদেশের জন্য নিজস্ব মুদ্রা ও বাজেটের ব্যবস্থা, প্রতিটি ফেডারেল ইউনিটের হাতে তাদের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ হস্তান্তর এবং প্রতিটি ইউনিটের জন্য নিজস্ব আধা-সামরিক বাহিনী গঠন।
আইয়ুব খান ছয়দফা কর্মসূচি মোকাবিলায় কখনও সমঝোতা আবার কখনও দমননীতি চালাতে থাকেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঢাকা ও খুলনায় সেনাবাহিনী তলব করা হয়। পূর্ব পাকিস্তানের গ্রামাঞ্চলে কারফিউ কার্যকর হতো না; এবং স্থানীয় সরকারি কর্মকর্তারা বুঝতে শুরু করে যে সরকারি নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ছে এবং বিক্ষিপ্ত গ্রামীণ বিদ্রোহের মুখে সরকার পিছু হটছে। ফেব্রুয়ারি মাসে আইয়ুব খান রাজবন্দিদের মুক্তি দেন এবং ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ও অন্যান্যদের এক আলোচনার জন্য রাওয়ালপিন্ডিতে আমন্ত্রণ জানান, নতুন সংবিধান প্রণয়নের অঙ্গীকার করেন ও ১৯৭০ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে নিজে অংশগ্রহণ না করার প্রতিশ্রতি দেন।
১৯৬৯ সালের ২৫ মার্চ পুনরায় সামরিক আইন জারি করা হয়। সেনাবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত হন। ১৯৬২ সালের সংবিধান বাতিল ঘোষিত হয়, আইয়ুব খান পদত্যাগ করেন এবং ইয়াহিয়া খান প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। ইয়াহিয়া খান অচিরেই প্রাপ্তবয়স্কের ভোটে গণপরিষদ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। তিনি রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন।

ইয়াহিয়া খান ও বাংলাদেশ  নতুন প্রশাসন ডেপুটি ও প্রাদেশিক সামরিক আইন প্রশাসকদের নিয়ে একটি কমিটি গঠন করে যা বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা পালন করত। জেনারেলরা ছিল ক্ষমতার অধিকারী এবং তারা আর নির্বাচিত ব্যক্তিবর্গ বা আমলা কারও সহায়ক শক্তি ছিল না, যেমনি তারা ছিল দেশের গোটা ইতিহাসের অধিকাংশ সময় জুড়ে। অতীতে সরকারের যেকোন গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রধানত সামরিক বাহিনীর আনুগত্যের উপরই নির্ভর করত। ইয়াহিয়া খান ও তাঁর সামরিক উপদেষ্টারা অবশ্য জাতীয় সমস্যা সমাধানে পূর্বসূরীদের অপেক্ষা নিজেদের যোগ্যতার প্রমাণে ব্যর্থ হলেন। বেসামরিক প্রশাসনের পাশাপাশি কিংবা বেসামরিক প্রশাসনের স্থলবর্তী হিসেবে সামরিক শাসকশ্রেণী গঠনের পদক্ষেপ সামরিক বাহিনী ও আমলাতন্ত্রের মধ্যকার সুসম্পর্ক ভেঙে ফেলে, অথচ তার উপরই প্রশাসনিক দক্ষতা ও স্থিতিশীলতা নির্ভর করত। জাতীয় কর্মসূচি বাস্তবায়নে কোনো উল্লেখ্য উদ্যোগও নেওয়া হয় নি।
এ দুর্বলতাগুলো তৎক্ষণাৎ প্রকট না হলেও পূর্ব পাকিস্তানে দ্রুত সৃষ্ট সংকট থেকে তা স্পষ্টতর হয়ে উঠতে থাকে। ১৯৬৯ সালের ২৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে ইয়াহিয়া খান সাংবিধানিক সরকার ব্যবস্থায় প্রত্যাবর্তনের প্রস্তাব ঘোষণা করেন। ১৯৭০ সালের ৫ অক্টোবর গণপরিষদের সাধারণ নির্বাচনের তারিখ ধার্য হয়। কিন্তু পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে এ নির্বাচন ডিসেম্বর পর্যন্ত স্থগিত হয়ে যায়। কথা ছিল, গণপরিষদ ১২০ দিনের মধ্যে একটি নতুন সংবিধান প্রণয়ন করবে এবং সর্বোচ্চ প্রাদেশিক স্বায়ত্তশাসন নিশ্চিত করবে। ইয়াহিয়া খান খোলাখুলিই বলেন যে, ফেডারেল সরকারের কর ধার্যের ক্ষমতা প্রয়োজন, যা ছিল আওয়ামী লীগের ছয়দফা দাবির পরিপন্থী। তিনি সংবিধান অনুমোদনের অধিকারও সংরক্ষণ করেন। ১৯৭০ সালের ১ জুলাই এক-ইউনিট বিলুপ্ত ও ৪টি সাবেক প্রদেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়। ইয়াহিয়া খান জাতীয় সংসদে জনসংখ্যাভিত্তিক প্রতিনিধিত্বের হারও নিশ্চিত করেন। এ ব্যবস্থায় পূর্ব পাকিস্তান ১৬২ আসন (সংরক্ষিত অতিরিক্ত ৭ মহিলা আসন) এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো মোট ১৩৮ আসন (সংরক্ষিত অতিরিক্ত ৬ মহিলা আসন) লাভ করে।
১৯৭০ সালের ডিসেম্বরে এক ব্যক্তির এক ভোটের ভিত্তিতে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনদিন পর প্রাদেশিক আইন পরিষদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। ইয়াহিয়া সুষ্ঠু ও অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। পূর্ব-পাকিস্তানে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করে। এ পার্টি পূর্ব পাকিস্তানে ১৬২ আসনের মধ্যে ১৬০ আসনে নির্বাচিত হয়ে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। পাকিস্তান পিপলস্ পার্টি পশ্চিম অঞ্চলে, বিশেষত পাঞ্জাব ও সিন্ধুতে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, কিন্তু পূর্ব পাকিস্তানে কোনো আসন লাভ করতে পারে নি। উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও বেলুচিস্তানে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) অধিকাংশ আসন লাভ করেছিল। মুসলিম লীগ ও ইসলামী দলগুলি পশ্চিমেও উল্লেখযোগ্য সাফল্য লাভ করতে পারে নি এবং পূর্ব পাকিস্তানেও কোনো আসন পায় নি।
সাংবিধানিক যেকোন বিষয়ের নিষ্পত্তি অতঃপর তিন ব্যক্তির মতামতের উপর নির্ভর করছিল: পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমান, পশ্চিম পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো এবং মূল সামরিক সরকারের প্রতিনিধি হিসেবে চূড়ান্ত ক্ষমতার অধিকারী ইয়াহিয়া খান। রাষ্ট্রপ্রধান ও মধ্যস্থতাকারী হিসেবে ইয়াহিয়া খান অতঃপর ভুট্টো ও শেখ মুজিবকে মতৈক্যে আনার চেষ্টা চালান, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে শেখ মুজিব সরকার গঠনের দাবিতে অটল থাকায় এ চেষ্টা ব্যর্থ হয়। এক্ষেত্রে ভুট্টোর বক্তব্য ছিল ভিন্নতর। তাঁর মতে পাকিস্তানে রয়েছে ‘দুটি সংখ্যাগরিষ্ঠতা’। ভুট্টো পাকিস্তান পিপলস্ পাটির গণপরিষদের উদ্বোধনী অধিবেশন বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করলে বেসামরিক সরকার প্রতিষ্ঠা অসম্ভব হয়ে পড়ে। ১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান যিনি ইতিপূর্বে মুজিবকে ‘পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করেছিলেন, তিনিই বেসামরিক মন্ত্রিসভা ভেঙে দেন এবং জাতীয় সংসদের অধিবেশন অনির্দিষ্টকাল পর্যন্ত স্থগিত ঘোষণা করেন। পূর্ব পাকিস্তানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়; ধর্মঘট, বিক্ষোভ-সমাবেশ ও আইন অমান্য আন্দোলন প্রকাশ্য বিদ্রোহের রূপ পরিগ্রহ করে। শেখ মুজিব বাঙালিদের কর প্রদান বন্ধ রাখার এবং রেডিও টেলিভিশন ও সংবাদপত্রের উপর আরোপিত সামরিক আইনের বিধিনিষেধ অমান্য করার আহবান জানান। ফলত, কেন্দ্রীয় সরকারের জারিকৃত বিধিনিষেধ পূর্ব পাকিস্তানে অকার্যকর হয়ে পড়ে। ইয়াহিয়ার কার্যকলাপের বিরুদ্ধে ১৯৭১ সালের ৭ মার্চ রমনা রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) এক সুবিশাল জনসমাবেশে শেখ মুজিবুর রহমান বস্ত্তত বাংলাদেশের স্বাধীনতাই ঘোষণা করেন। পরদিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়।
মার্চের শেষের দিকে মুজিব, ভুট্টো ও ইয়াহিয়া খান ঢাকায় সমঝোতা বৈঠকে বসে উদ্ভূত সমস্যা সমাধানের সর্বশেষ প্রচেষ্টা চালান, আর একই সঙ্গে তদানীন্তন পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর অধিনায়ক জেনারেল টিক্কা খান সম্ভাব্য সামরিক অভিযানের পরিকল্পনা গ্রহণ করতে থাকেন এবং সামরিক শক্তিবৃদ্ধির লক্ষ্যে শ্রীলঙ্কা হয়ে পশ্চিম পাকিস্তান থেকে অতিরিক্ত সৈন্য আমদানির দাবি জানান। অবিশ্বাস ও সন্দেহজনক আবহে আলোচনা ভেঙে গেলে ২৫ মার্চ ইয়াহিয়া খান ও ভুট্টো পশ্চিম পাকিস্তান ফিরে যান।
সেদিনই টিক্কা খান তার জরুরি কার্যক্রম শুরু করেন। জনগণ ঢাকার সর্বত্র অবরোধ ও প্রতিবন্ধকতা গড়ে তোলে। সৈন্যরা বিশ্ববিদ্যালয় ও প্রতিরোধের অন্যান্য স্থান আক্রমণ করে নির্বিচারে শিক্ষক, ছাত্র, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের উপর আক্রমণ চালিয়ে গণহত্যার সূচনা করে। শেখ মুজিবকে আটক করে দেশদ্রোহিতার অভিযোগে বিচারের জন্য পশ্চিম পাকিস্তান নিয়ে যাওয়া হয়। প্রথম কয়েক দিনের সামরিক দমননীতির মোকাবিলায় পূর্ব পাকিস্তানিদের প্রতিরোধ অচিরেই স্বাধীনতা যুদ্ধের রূপ পরিগ্রহ করে এবং নয় মাস মুক্তিযুদ্ধের পর অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। 














Sunday, June 7, 2020

বৃটিশ শাসন আমল ও আন্দোলন

ইংরেজঃ ইউরোপীয়ানদের বণিকদের সাফল্যে, প্রাচ্যের ধন-সম্পদের প্রাচুর্য, ইংরজে বণিকদেরকেও অঞ্চলে ব্যবসা বাণিজ্যের উৎসাহিত করে। এই উদ্দেশ্যে ইংল্যান্ডের একদল বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি বণিক সংঘ করে। বণিক সঙ্ঘটি ১৬০০ খ্রীষ্টাব্দে রাণি এলিজাবেথের কাছে ১৫ বছর মেয়াদি প্রাচ্যে একচেটিয়া ব্যবসা করার সনদ লাভ করে। এরপর ক্যাপ্টেন হকিন্স ১৬০৮ খ্রীষ্টাব্দে জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণ লক্ষ্যে সম্রাট জাহাঙ্গীরের নিকট সাক্ষাত করেন। তার অনুমতি নিয়ে ১৬১২ খ্রিস্টাব্দে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপিত হয়। পরবর্তীতে ১৬১৫ খ্রিষ্টাব্দে প্রম জেমসের দূত হয়ে জাহাঙ্গিরের দরবারে আসেন স্যার টমাস রো। সম্রাটের কাছে থেকে তিনি ইংরেজদের জন্য বাণিজ্যিক সুবিধা আদায় করে নেন। ১৬১৯ খ্রিঃ তিনি ভারতবর্ষ ত্যাগ করেন।  কোম্পানি তার দ্বিতীয় বাণিজ্যকুঠি স্থাপন করে মসলিমপট্রমে। এরপর বাংলার বালাসোর আরেকটি বাণিজ্য কুঠি স্থাপন করে। এদের শক্তি ক্রমশ বৃদ্ধি পেতে থাকলে এরা করমন্ডল (মাদ্রাসা শহর) উপকূলে একটি দূর্গ নির্মাণ করতে সক্ষম হয়। বাংলার সুবেদার শাহ সুজার অনুমোদন লাভ করে তারা ১৬৫৮ খ্রিস্টাব্দে হুগলিতে বাণিজ্য কুঠি স্থাপন করে। এভাবে কোম্পানি কাশিমবাজার, ঢাকা, মালদহেও বাণিজ্য কুঠি নির্মাণ করে।
১৬৬৮ খ্রিঃ ইংল্যান্ড রাজা দ্বিতীয় চার্লস পর্তুগীজ রাজকন্যা ক্যাথরিনের সঙ্গে বিয়ের যৌতুক হিসেবে লাভ করেন বোম্বাই শহর। অর্থাভাবে চার্লস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পঞ্চাশ হাজার পাউন্ডের বিনিময়ে শহরটি বিক্রি করেন। পরবর্তীকালে এই বোম্বাই শহর ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়।
জব চার্ণক নামে আরেকজন ইংরেজ ১৬৯০ খ্রিস্টাব্দে ১২০০ টাকার বিনিময়ে কোলকাতা, সুলতানটি ও গোবিন্দপুর নামে তিনটি গ্রামের জমিদারীসত্ব লাভ করেন। এখানেই ১৭০০ খ্রিঃ ইংল্যান্ডের তৃতীয় উইলিয়ামের নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দূর্গ নির্মাণ করে। ইংরেজ কোম্পানির ক্ষমতা আরো বৃদ্ধি পায় যখন দিল্লীর সম্রাট ফারুখশিয়ার তাদের বাংলা, বোম্বাই ও মাদ্রাজে বিনা শুল্কের বাণিজ্যের অধিকার প্রদান করেন। একই সঙ্গে নিজস্ব মুদ্রা প্রচলনের অধিকারও কোম্পানি লাভ করে। সম্রাটের এই ফরমানকে ইংরেজ ঐতিহাসিক ওরমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মহাসনদ বা ম্যাগনা কার্টা বলে উল্লেখ করেন।
ফরাসীঃ উপমহাদেশে আগত ইউরোপীয় বণিক কোম্পানি হচ্ছে ফরাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৬৬৪ খ্রিস্টাব্দে এই বাণিজ্যিক কোম্পানি গঠিত হয়। ১৬৬৮ খ্রিস্টাব্দে কোম্পানি সর্বপ্রথম সুরাট এবং পরের বছর মুসলিমপট্রমে বাণিজ্য কুঠি স্থাপন করেন। ১৬৭৩ খ্রিস্টাব্দে পন্ডিচেরীতে ফরাসী উপনিবেশ গড়ে উঠে। ১৬৭৪ খ্রিঃ পর তারা তাদের বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ১৬৯০ থেকে ১৬৯২ খ্রিস্টাব্দের মধ্যে চন্দননগর একটি শক্তিশালী সুরক্ষিত ফরাসী বাণিজ্য কুঠিতে পরিণত হয়। ১৬৯৬ খ্রিঃ কোম্পানি এখানে একটি শক্তিশালো দূর্গ স্থাপন করতে সক্ষম হয়। ১৬৯৩ সালে বাংলা, বিহার, উড়িষ্যার বাণিজ্য করার অধিকার লাভ করে। ইংরেজ বণিকরা যখন এদেশে ব্যবসা বাণিজ্যে দৃঢ় অবস্থানে তখন ফরাসীরা আসে। তাই ইংরেজদের সাথে তাদের সংঘর্ষ অনিবার্য হয়ে দাঁড়ায়।
পলাশী যুদ্ধঃ ১৭৪০-১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন নবাব আলীবর্দী খান। নবাবের মৃত্যুর পর তার কনিষ্ঠা কন্যা আমেনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা কে তার উত্তরাধিকার হিসেবে সিংহাসনে মনোনিত করেন। ১৭৫৬ সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হলে তার প্রিয় দৌহিত্র সিরাজউদ্দৌলা ২২ বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। ১৭৫৬ খ্রিঃ জুনমাসে নবাব ইংরেজদের ঔদ্ধ্বত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে কোলকাতা দখল করেন। যাত্রাপথে তিনি কাশিমবাজার কুঠিও দখল করেন। নবাবের অতর্কিত আক্রমণে ইংরেজরা ফোর্ট উইলিয়াম দূর্গ ত্যাগ করে পালিয়া যায়। হলওয়েলসহ বেশ কিছু ইংরেজ আত্নসমর্পণ করতে বাধ্য হন। বন্দিদশা থেকে  মুক্তি পেয়ে নবাবকে হেয় করার জন্য হলওয়েল এক মিথ্যা কাহিনীর অবতারণা করেন যা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এতে বলা হয়যে, ১৮ ফুট দৈর্ঘ্য এবং ১৪.১০ ফুট প্রস্থ বিশিষ্ট একটি ছোট ঘরে ১৪৬ জন ইংরেজকে বন্দি করে রখা হয়। এতে প্রচন্ড গরমে শ্বাসরোধ হয়ে ১২৩ জনের মৃত্যু ঘটে। এখবর শুনে ওয়াটসন ও ক্লাইভ মাদ্রাজ থেকে কলকাতা চলে আসে। তারা নবাবের সেনাপতি মানিকচাঁদকে পরাজিত করে কোলকাতা দখল নেয়। নবাব চারিদিকে ষড়যন্ত্র ও শত্রু পরিবেষ্টিত টের প্যে ইংরেজদের সঙ্গে নতজানু ও অপমানজনক সন্ধি করতে বাধ্য হয় যা আলীনগর সন্ধি নামে পরিচিত। এ সন্ধির পর ক্লাইভের উচ্চাকাংখা আরও বৃদ্ধি পায়। নবাবের দূর্বলতার সুযোগ নিয়ে তারা চন্দন নগর কুঠি দখল করে নেয়। নবাব এই অবস্থা দেখে ফরাসীদের সাথে মৈত্রী চুক্তি করে ইংরেজদের শায়েস্তা করার জন্য। এতে ক্লাইভ ক্ষুব্ধ হয়ে নবাবকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে লিপ্ত হন আর এই ষড়যন্ত্রে আরো লিপ্ত হন ব্যবসায়ী ধনকুবের জগতশেঠ, রায়দুর্লভ, উমিচাঁদ, রাজা রাজবল্লভের সেনাপতি মীরজাফর সহ প্রমুখ।
১৭৫৭ খ্রিঃ ২৩ জুন ভগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে এ যুদ্ধ সংঘটিত হয়। ইতোমধ্যে রবার্ট ক্লাইভ তার অবস্থান সুদৃঢ় করে সন্ধিভঙ্গের আজুহাতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নবাবের পক্ষে দেশপ্রেমিক মীরমদন, মোহনলাল এবং ফরাসী সেনাপতি সিন ফ্রে প্রাণপন যুদ্ধ করে। নবাবের বিজয় আসন্ন দেখে মীরজাফর ষড়যন্ত্রমূলক ভাবে যুদ্ধ থামিয়ে দেয় এবং বিশ্রাম নিতে যাওয়া সৈন্যদের উপর ইংরেজ সৈন্যরা ঝাপিয়ে পড়ে। নবাবের পরাজয় হয়। শেষ হয় বাংলার শেষ স্বাধীন নবাবের শাসন অধ্যায়কাল।
সূফি বরষণ: June 2016
বক্সারের যুদ্ধঃ ইংরেজী বণিক কোম্পানি মীর জাফরকে যে উদ্দেশ্যে সিংহাসনে বসিয়েছিল সে উদ্দেশ্য সফল হয় নি। নতুন নবাব কোম্পানির প্রাপ্য অর্থ প্রদানে ব্যর্থ হয় দেউলিয়া হয়ে পড়ে। নিজের ক্ষমতা রক্ষা করতেও তাকে বার বার ক্লাইভের উপর নির্ভর করতে হয়। আবার ক্লাইভের ঘন ঘন হস্তক্ষেপে নবাবের পছন্দ ফহিল না। ইংরেজদের বিতাড়নের জন্য মীর জাফর আরেক বিদেশি কোম্পানি ওলন্দাজদের সাথে আঁতাত করে। বিষয়টি ইংরেজদের দৃষ্টিগোচর হয়। মীরজাফরের বিরুদ্ধে অযোগ্যতা, অতিরিক্ত অর্থ প্রদানের অক্ষমতা এবং ওলন্দাজদের সঙ্গে আঁতাতের অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করা হয়। ১৭৬০ খ্রিঃ ইংরেজ গভর্নর ভন্সিটার্ট মীরজাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসান। মীরকাশিমকে স্বাধীন নবাব হিসেবে টিকে থাকার ইচ্ছার কারণে মূলত বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।
কিন্তু ইংরেজরা মীর জাফরকে পুনরায় বাংলার সিংহাসনে বসায়। মীর কাশিম পরাজিত হয়েও হতাশ হননি। নবাব ইংরেজদের মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সঙ্গে একত্রিত হয়ে ১৭৬৪ সালে বিহারের বক্সারের নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে চরম শক্তি পরীক্ষায় অবতীর্ণ হন। মীর কাশিমের পরাজয়ের পর বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেস্টা ব্যর্থ হয়ে যায়।
 কোম্পানির দেওয়ানী লাভঃ ১৭৬৫ খ্রীঃ মীর জাফরের মৃত্যুর পর তার পুত্র নামিজ-উদ-দৌলাকে শর্ত সাপেক্ষে বাংলার সিংহাসনে বসানো হয়। ইংরেজরা তাকে শর্ত দেন ইংরেজরা অবাধে পুরোদস্তর পুরাতন নিয়মে বিনা শুল্কে বাণিজ্য করবে এবং দেশিয় বণিকদের অবাধ বাণিজ্য বাতিল করবে। বক্সারের যুদ্ধের পর ইংরেজদের শাসন পথ সুগম হয়। এ সময় ইংরেজ কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে বাংলার রাজস্ব আদায়ের সম্পূর্ণ দায়িত্ব অর্থাৎ দেওয়ানী লাভ করে। ১৭৬৫ খ্রিঃ দেওয়ানি লাভের পর প্রকৃতপক্ষে ইংরেজরাই বাংলার সত্যিকারের শাসকরূপে আত্নপ্রকাশ করে।
দ্বৈত শাসনঃ রবার্ট ক্লাইভ দেওয়ানী সনদের নামে বাংলার সম্পদ লুন্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে। দিল্লী কতৃক বিদেশী বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতার সৃষ্টি হয় দ্বৈত শাসনের। অর্থাৎ যাতে করে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলআনা। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। যার চরম মাশুল দিতে হয় এ দেশের জনগোষ্ঠীকে। ১৭৭০ খ্রিঃ (১১৭৬ বঙ্গাব্দে ) গ্রীষ্মকালে দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ, যা স্মরণকালের ইতিহাসের ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত।
১৭৬৫-৭০ খ্রিঃ বাৎসরিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল, দূর্ভিক্ষের বছরও আদায় প্রায় তার কাছাকাছি। ১৭৭২ খ্রিঃ ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান।
 চিরস্থায়ী বন্দোবস্তঃ লর্ড কর্ণওয়ালিসকে কোম্পানির শাসন ও দুর্নীতিমুক্ত ও সুসংঘটিত করতে ১৭৮৬ খ্রিঃ ভারতের গভর্নর জেনারেল ও সেনা প্রধানের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। তিনি ১৭৯৩ খ্রিঃ চিরস্থায়ী বন্দোবস্ত বা স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন।
ফকির সন্ন্যাসী আন্দোলনঃ বাংলায় ফকির সন্ন্যাসী আন্দোলন ছিল বৃটিশ বিরোধী আন্দোলন। মীরকাশিমের সহযোগী হিসেবে ফকির সন্ন্যাসীরা যুদ্ধ করে। কিন্তু মীর কাশিমের পরাজয়ের পর ইংরেজদের কড়া নজরে থাকে ফকির-সন্ন্যাসীরা। ১৭৬০ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ শুরু করে।  ১৭৭১ সালে মজনু শাহ সারা উত্তর বাংলায় ইংরেজবিরোধী তৎপরতা শুরু করেন। ১৭৭৭ খ্রীস্টাব্দ থেকে ১৭৭৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত রংপুর, রাজশাহী, দিনাজপুর ও ময়মন সিংহ জেলায় ইংরেজদের সঙ্গে মজনু শাহ বহু সঙ্ঘর্ষ লিপ্ত হয়। ১৭৮৭ সালে মজনুশাহ মৃত্যুবরণ করলে নেতৃত্ব গ্রহণ করে মুসা শাহ, সোবান শাহ, চেরাগ আলী শাহ, করিম শাহ, মাদার বক্স সহ প্রমুখ ফকির। ১৮০০ সালে তারা চুড়ান্তভাবে পরাজিত হয় ।
অপরদিকে সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠক ১৭৮৭ খ্রীঃ লেফট্যানেন্ট ব্রেনানের নেতৃত্বে একদল বৃটিশ সৈন্যের আক্রমণে দুই সহকারী নিহত হন। সন্ন্যাসীদের আন্দোলনের প্রধান নেতা ছিলেন তিনি। তার মৃত্যুর পর সন্ন্যাসী আন্দোলনের অবসান ঘটে।
তিতুমীরের সংগ্রামঃ মীর নিসার আলী ওরফে তিতুমীর চব্বিশ পরগণা জেলার বারাসাত মহকুমার চাঁদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। উত্তর ভার ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে যখন ওয়াহাবি আন্দোলনের জোয়ার চলছে তখন পশ্চিম বঙ্গে বারাসাত অঞ্চলে এই তিতুমীরের নেতৃত্ব প্রবল আকারে ধারণ করে। উনিশ শতকের শেষ দিকে বাংলায় দুটী ধারা প্রবাহমান ছিল একটি ওয়াহাবি বা মুহাম্মদীয়া আন্দোলন এবং অপরটি ফরায়েজি আন্দোলন নামে খ্যাত। দুটি আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ধর্মীয় সামাজিক কুসংস্কার দূর করে করে মুসলিম সম্প্রদায়কে ধর্মীয় অনুশাসন পালনের সঠিক পথ নির্দেশ দেয়। বাংলার ওয়াহাবিরা তিতুমীরের নেতৃত্বে সংগঠিত হয়েছিল।
তিতুমীর হজ্জ্ব করার জন্য মক্কা যান ফিরে আসেন ১৮২৭ সালে এবং দেশে ধর্ম প্রচার শুরু করেন। তার এই ধর্ম সংস্কার কাজে আত্ননিয়োগ করেন। ১৮৩১ সালে খ্রিঃ নারিকেলবাড়িয়া গ্রামে তিতুমীর তাঁর প্রধান ঘাঁটি স্থাপন করেন। নির্মাণ করেন শক্তিশালী এক বাঁশেরকেল্লা। গোলাম মাসুমের নেতৃত্বে গড়ে তোলে সুদক্ষ লাঠিয়াল বাহিনী।  শেষ পর্যন্ত ১৮৩১ খ্রিঃ তিতুমীরের বিরুদ্ধে ইংরেজ সরকার এক বিশাল সুশিক্ষিত সেনাবাহিনী প্রেরণ করে। মেজর স্কটের নেতৃত্বে এই বাহিনী তিতুমীরের বাঁশেরকেল্লায় আক্রমণ করে। ইংরেজ কামান বন্দুকের সামনে বীরের মত লড়াই করে তিতুমীর পরাজিত হয়।
নীল বিদ্রোহঃ ইংরেজরা এদেশে এসেছিল ব্যবসা-বাণিজ্য করতে। উপমহাদেশের শাসকদের দুর্বলতার সুযোগে তাদের এদেশে শাসক হয়ে উঠে। সেই সময়ে তারা উর্বর ক্ষেতে আগ্রহী হয়ে উঠে। নীল ছিল সেই সময়ের বাণিজ্যিক ফসল। ১৭৭০ খ্রীঃ থেকে ১৭৮০ খ্রীঃ মধ্যে ইংরেজ শাসন আমলে বাংলাদেশে নীলচাষ শুরু হয়।  কৃষকদের নীল চাষের জন্য অগ্রীম অর্থ গ্রহণ বা দাদনের বাধ্য করা হত।  বাংলাদেশে নীল ব্যবসা ছিল একচেটিয়া ইংরেজ বণিকদের। ফরিদপুর, যশোর, ঢাকা, পাবনা, রাজশাহী, নদীয়া, মুর্শিদাবাদে ব্যপক নীল চাষ হত। ১৮৫৯ সালে নীল চাষীরা বিক্ষোভে ফেটে পড়ে। গ্রামে-গ্রামে কৃষকরা সংগঠিত এবং ঐক্যবদ্ধ্ থাকে। যশোরে নীল বিদ্রোহের নেতা ছিলেন নবীন মাধব এবং বেনী মাধব নামে দুই ভাই। হুগলীতে নেতৃত্বে ছিলেন বিশ্বনাথ সর্দার ও বৈদ্যনাথ সর্দার। ১৮৬০ সালে দীনবন্ধুমিত্র মিত্রে লেখা “নীলদর্পন” নাটক লেখেন যা তখনকার সমাজে ব্যপক প্রভাব ফেলে।
শেষ পর্যন্ত বাংলার সংগ্রামী কৃষকদের জয় হয়। ১৮৬১ খ্রীঃ ব্রিটিশ সরকার ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে। এই কমিশনের সুপারিশের উপর ভিত্তি করে নীল চাষকে কৃষকদের “ইচ্ছাধীন” বলে ঘোষণা হয়। তাছাড়া ইন্ডিগো কন্ট্রাক্ট বাতিল হয়। এই প্রেক্ষিতে নীল বিদ্রোহের অবসান হয়। পরবর্তী কালে নীলের বিকল্প কৃত্রিম নীল আবিস্কৃত হওয়ায় ১৮৯২ সালে এদেশে নীলচাষ চিরতরে বন্ধ হয়ে যায়।
ফরায়েজী আন্দোলনঃ ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর জেলার শাসাইল গ্রামে ১৭৮২ খ্রিঃ জন্মগ্রহণ করে। তিনি দীর্ঘ বিশ বছর মক্কায় অবস্থান করে। সেখানে তিনি ইসলাম ধর্মের উপর লেখাপড়া করেন। দেশে ফিরে তিনি বুঝতে পারেন যে বাংলার মুসলমানেরা ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে গেছে। তাদের মধ্যে অনৈসলামিক, কুসংস্কার, অনাচার প্রবেশ করেছে। তিনি ইসলাম ধর্মকে কুসংস্কার এবং অনৈসলামিক অনাচারমুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞ হন।
ফরায়েজি শব্দট আরবি ফরজ (অবশ্য কর্তব্য) শব্ধ থেকে এসেছে। যারা ফ্রজ পালন করে তারাই ফারায়েজি। আর বাংলায় যারা হাজী শরীয়তউল্লাহর অনুসারী ছিলেন। হাজী শরীয়তউল্লাহ যে ফরজের উপর বিশ্বাস করতেন তা পবিত্র কোরআনে বর্ণিত পাঁচটি অবশ্যপালনীয় (ফরজ) মৌলনীতি।
জমিদার শ্রেণী নানা অজুহাতে ফরায়েজি প্রজাদের উপর অত্যাচার শুরু করলে প্রজাদের রক্ষার্থে তিনি লাঠিয়াল বাহিনী তৈরী করে। ১৮৩৯ খ্রীঃ তার উপর পুলিশি নিষেধাজ্ঞা জারি হয়। ১৮৪০ সালে যখন হাজী শরীয়তউল্লাহ মারা যান তখন ফারায়েজি আন্দোলনের দায়িত্ব পালন করেন তার যোগ্যপুত্র মুহসিনউদ্দিন আহমদ ওরফে  দুদু মিয়া।  তার জন্ম ১৮১৯ সালে। পিতার মত পন্ডিত না হলেও তার সাংগঠনিক দক্ষতা অসাধারণ। দুদু মিয়ার নেতৃত্বে ১৮৫৭ সালে নেতৃত্বে ইংরেজদের বিপক্ষে জোরদার আন্দোলন গড়ে তুললে ইংরেজরা ভীত সন্ত্রস্থ হয়ে পড়ে। ভীত ইংরেজ তাকে বন্দি করে এবং ১৮৬০ সালে তাকে মুক্তি দেয়। ১৮৬২ সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর ফারায়েজী আন্দোলন দুর্বল হয়ে পড়ে।
বৃটিশ রাজত্বের সার সংক্ষেপ ঃ
★ইংরেজ শাসন- ১৭৫৭-১৯৪৭(১৯০ বছর)
★ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন- ১০০ বছর (১৭৫৮-১৮৫৭)
★রানি ভিক্টোরিয়া সরাসরি শাসন শুরু করে- ১৮৫৮ সালে।

★প্রথম গভর্নর- লর্ড ক্লাইভ।
★শেষ ভাইসরয়- লর্ড মাউন্টব্যাটেন।

Friday, May 29, 2020

ভারতে কোম্পানি শাস

ভারতে কোম্পানি শাসন

ভারতে কোম্পানি শাসন   বলতে বুঝায় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন।
 ➤ ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হলে কার্যত এই শাসনের সূচনা ঘটে। 
➤ ১৭৬৫ সালে কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি অর্থাৎ রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে।
 ➤ ১৭৭২ সালে কোম্পানি কলকাতায় রাজধানী স্থাপন করে এবং প্রথম গভর্নর-জেনারেল ওয়ারেন হেস্টিংসকে নিযুক্ত করে
     প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করতে শুরু করে।
 
➤ ১৮৫৮ সাল পর্যন্ত এই শাসন স্থায়ী হয়েছিল।
 ➤ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ১৮৫৮ সালের ভারত শাসন আইন বলে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক দায়দায়িত্ব স্বহস্তে 
      তুলে নেয় এবং দেশে নতুন 
ব্রিটিশ রাজ প্রবর্তিত হয়।

রাজ্যবিস্তার ও অধিভুক্ত অঞ্চল 
১৬০০ সালে দ্য কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইনটু দি ইস্ট ইন্ডিজ নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়। 
১৬১২ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীর পশ্চিম উপকূলের সুরাট বন্দরে কোম্পানিকে বাণিজ্যকুঠি স্থাপনের অনুমতি প্রদান করেন।
 ১৬৪০ সালে বিজয়নগর সম্রাটের কাছ থেকে অনুরূপ একটি অনুমতি আদায় করে দক্ষিণ-পূর্ব উপকূলে মাদ্রাজে কোম্পানি দ্বিতীয় বাণিজ্যকুঠিটি স্থাপন করে। 
সুরাটের অদূরে বোম্বাই দ্বীপটি পূর্বে পর্তুগিজ উপনিবেশ ছিল।
 দ্বিতীয় চার্লসের সঙ্গে ক্যাথারিন অফ ব্র্যাগাঞ্জার বিবাহের যৌতুক স্বরূপ দ্বীপটি ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া হয়। ১৬৬৮ সালে কোম্পানি দ্বীপটি ইজারা নেয়। দুই দশক পরে কোম্পানি পূর্ব উপকূলেও আধিপত্য বিস্তারে প্রয়াসী হয়। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কলকাতায় তারা একটি বাণিজ্যকুঠি স্থাপন করে। এই সময় পর্তুগিজডাচফরাসি ও ড্যানিশ বণিকেরা নিজ নিজ কোম্পানি স্থাপন করে এই অঞ্চলে ব্যবসাবাণিজ্য চালাচ্ছিল। এখানে ইংরেজ কোম্পানির বাণিজ্যের সূত্রপাত ঘটে খুবই সাদামাটাভাবে। তাই এই সময় ভারতীয় উপমহাদেশে এদের ভবিষ্যৎ একাধিপত্যের বিষয়টি আগে থেকে আন্দাজ করা সম্ভবপর হয়নি।
কোম্পানি ভারতের সামান্য কয়েকটি অঞ্চলে প্রকৃত শাসকের ভূমিকা গ্রহণ করেছিল। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ক্লাইভের বিজয়ের পরই এই সমস্ত অঞ্চল সরকারিভাবে তাদের স্বাধীনতা হারায়। ১৭৬৪ সালে বিহারে বক্সারের যুদ্ধে জয়লাভ করার পর কোম্পানির ক্ষমতা আরও বৃদ্ধি পায়। সম্রাট দ্বিতীয় শাহ আলম কোম্পানিকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ান বা রাজস্ব আদায়কারী ঘোষণা করতে বাধ্য হন। এইভাবে কোম্পানি নিম্ন গাঙ্গেয় উপত্যকার অধিকাংশ অঞ্চলে প্রকৃত শাসনকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়। একইভাবে কোম্পানি বোম্বাই ও মাদ্রাজকে কেন্দ্র করে পার্শ্ববর্তী অঞ্চলেও রাজ্যবিস্তারে মনোনিবেশ করে। ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৬৬-৯৯) ও ইঙ্গ-মারাঠা যুদ্ধের (১৭৭২-১৮১৮) পর শতদ্রু নদীর দক্ষিণে ভারতের অধিকাংশ অঞ্চলে কোম্পানির শাসন কায়েম হয়।

কোম্পানির ক্ষমতাবৃদ্ধির দুটি পৃথক ধারা লক্ষিত হয়। প্রথমত, দেশীয় রাজ্যগুলিকে গ্রাস করে সেখানে প্রত্যক্ষ শাসন প্রবর্তন করে এককভাবে ব্রিটিশ ভারতের অধীনে আনা হয়। এইভাবে অধিগৃহীত অঞ্চলগুলি হল উত্তর-পশ্চিম প্রদেশ (রোহিলখণ্ডগোরখপুর ও দোয়াব অঞ্চল নিয়ে গঠিত) (১৮০১), দিল্লি (১৮০৩) ও সিন্ধ (১৮৪৩)। ১৮৪৯ সালে ইঙ্গ-শিখ যুদ্ধের পর পাঞ্জাবউত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ ও কাশ্মীর অধিগৃহীত হয়। তবে ১৮৫০ সালে অমৃতসরের চুক্তি অনুযায়ী কাশ্মীর জম্মুর ডোগরা রাজবংশের কাছে বিক্রয় করে দেওয়া হয়। এইভাবে কাশ্মীর একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। ১৮৫৪ সালে বেরার ও দু-বছর বাদে অযোধ্যা অধিগৃহীত হয়।

ক্ষমতা বৃদ্ধির দ্বিতীয় পন্থাটি ছিল ভারতীয় শাসকদের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া। এই সকল শাসকেরা সীমিত আঞ্চলিক স্বশাসনের বিনিময়ে কোম্পানির আধিপত্য মেনে নিতেন। কোম্পানিকে যেহেতু আর্থিক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হত, সেহেতু শাসনকার্য চালানোর জন্য এটিকে রাজনৈতিক আলম্ব তৈরি করতে হয়।[৭] কোম্পানি শাসনের প্রথম ৭৫ বছর এই ধরনের সমর্থন আসে দেশীয় রাজ্যগুলির সঙ্গে সাবসিডারি অ্যালায়েন্স-এর থেকে।[৭] ঊনবিংশ শতাব্দীর প্রথম ভাগে এই অঞ্চলগুলি ভারতের এক-তৃতীয়াংশ নিয়ে প্রসারিত ছিল।[৭] নিজের অঞ্চল রক্ষা করতে সক্ষম কোনো দেশীয় রাজা যখন এই ধরনের জোটে আগ্রহী হতেন তখন কোম্পানি পরোক্ষ শাসনের সুলভ পদ্ধতি হিসেবে তাকে স্বাগত জানাতো। কারণ এর ফলে প্রত্যক্ষ প্রশাসনের অর্থনৈতিক ব্যয়বরাদ্দ বা বিদেশি প্রজা পালনের রাজনৈতিক খরচাপাতি কোম্পানিকে বহন করতে হত না।[৮] পরিবর্তে কোম্পানিও এই সকল অধীনস্থ রাজ্যের প্রতিরক্ষার দিকটি দেখত এবং শাসকদের সনাতন পন্থায় সম্মান প্রদর্শন করত।[৮] হিন্দু মহারাজা ও মুসলমান নবাবদের দেশীয় রাজ্যগুলিকে নিয়ে এই সহকারী শক্তিজোট তৈরি হয়েছিল। এই সব দেশীয় রাজ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: কোচিন (১৭৯১), জয়পুর (১৭৯৪), ত্রিবাঙ্কুর (১৭৯৫), হায়দ্রাবাদ (১৭৯৮), মহীশূর (১৭৯৯), কিস-শতদ্রু পার্বত্য রাজ্যসমূহ (১৮১৫), সেন্ট্রাল ইন্ডিয়া এজেন্সি (১৮১৯), কচ্ছ ও গুজরাট গাইকওয়াড় অঞ্চলসমূহ (১৮১৯), রাজপুতানা (১৮১৮) ও ভাওয়ালপুর (১৮৩৩)।[৬]

গভর্নর-জেনারেল 



ঔপনিবেশিক ভারত
ডাচ ভারত১৬০৫–১৮২৫
ডেনিশ ভারত১৬২০–১৮৬৯
ফরাসী ভারত১৭৬৯-১৯৫৪
পর্তুগীজ ভারত
(১৫০৫–১৯৬১)
কাসা দা ইন্ডিয়া১৪৩৪–১৮৩৩
পর্তুগীজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি১৬২৮–১৬৩৩
ব্রিটিশ ভারত
(১৬১২–১৯৪৭)
ইস্ট ইন্ডিয়া কোম্পানি১৬১২–১৭৫৭
ভারতে কোম্পানি শাসন১৭৫৭–১৮৫৮
ব্রিটিশ ভারত১৮৫৮–১৯৪৭
বার্মায় কোম্পানি শাসন১৮২৪–১৯৪৮
দেশীয় রাজ্য১৭২১–১৯৪৯
ভারত বিভাগ
১৯৪৭
(যে সকল গভর্নর-জেনারেলের (অস্থায়ী) শাসনকালে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেনি, তাদের নিম্নলিখিত তালিকার বাইরে রাখা হয়েছে।)




























গভর্নর-জেনারেলশাসনকালঘটনাবলি
ওয়ারেন হেস্টিংস২০ অক্টোবর, ১৭৭৩–১ ফেব্রুয়ারি, ১৭৮৫ছিয়াত্তরের মন্বন্তর (১৭৬৯-৭৩)
রোহিলা যুদ্ধ (১৭৭৩-৭৪)
প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ (১৭৭৩-৮৩)
চালিসা মন্বন্তর (১৭৮৩-৮৪)
চার্লস কর্নওয়ালিস১২ সেপ্টেম্বর, ১৭৮৬–২৮ অক্টোবর, ১৭৯৩চিরস্থায়ী বন্দোবস্ত
তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৮৯-৯২)
দোজি বরা মন্বন্তর (১৭৯১-৯২)
জন শোর২৮ অক্টোবর, ১৭৯৩–মার্চ ১৭৯৮ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মি পুনর্গঠিত হয় এবং এর ব্যয়সংকোচ করা হয়।
রিচার্ড ওয়েলেসলি১৮ মে, ১৭৯৮–৩০ জুলাই, ১৮০৫চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ (১৭৯৮-৯৯)
অযোধ্যার নবাব গোরখপুর ও বেরিলি বিভাগ; এলাহাবাদফতেহপুরকানপুরএটাওয়ামণিপুরীএটাহ জেলা; মির্জাপুরের অংশবিশেষ; এবং কুমায়ুনের "তরাই" প্রত্যর্পণ করেন ("প্রত্যর্পিত প্রদেশ", ১৮০১)
দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ (১৮০৩-০৫)
দোয়াবের অবশিষ্টাংশ ও আগ্রা বিভাগবুন্দেলখণ্ডের অংশবিশেষ মারাঠা সাম্রাজ্য থেকে অধিগৃহীত হয় (১৮০৫)।
প্রত্যর্পিত ও বিজিত প্রদেশসমূহ প্রতিষ্ঠিত হয় (১৮০৫)।
চার্লস কর্নওয়ালিস (দ্বিতীয়বার)৩০ জুলাই, ১৮০৫–৫ অক্টোবর, ১৮০৫ব্যয়বহুল যুদ্ধাভিযানের পর কোম্পানিতে আর্থিক চাপ
শান্তি স্থাপনের প্রচেষ্টায় কর্নওয়ালিসকে পুনর্বহাল করা হয়। কিন্তু তিনি গাজিপুরে মারা যান।
জর্জ হিলারিও বার্লো (অস্থায়ী)১০ অক্টোবর, ১৮০৫–৩১ জুলাই, ১৮০৭ভেলোর বিদ্রোহ (১০ জুলাই, ১৮০৬)
লর্ড মিন্টো৩১ জুলাই, ১৮০৭ –৪ অক্টোবর, ১৮১৩জাভা আক্রমণ
মরিশাস দখল
মার্কুইস অফ হেস্টিংস৪ অক্টোবর, ১৮১৩ –৯ জানুয়ারি, ১৮২৩১৮১৪ সালে ইঙ্গ-নেপাল যুদ্ধ
কুমায়ুনগাড়ওয়াল ও পূর্ব সিক্কিম অধিগ্রহণ।
তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ (১৮১৭-১৮১৮)
রাজপুতানা রাজ্যসমূহ ব্রিটিশ আধিপত্য স্বীকার করে নেয় (১৮১৭)।
লর্ড আমহার্স্ট১ অগস্ট, ১৮২৩–১৩ মার্চ, ১৮২৮প্রথম ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ (১৮২৩-২৬)
আসামমণিপুর এবং ব্রহ্মদেশের থেকে আরাকান ও টেনাসেরিম অধিগ্রহণ।
উইলিয়াম বেন্টিঙ্ক৪ জুলাই, ১৮২৮–২০ মার্চ, ১৮৩৫সতীদাহ প্রথা#ব্রিটিশ ও অন্যান্য ইউরোপীয় উপনিবেশে সতীদাহ প্রথা রদ (১৮২৯)
ঠগি দমন (১৮২৬-৩৫)
মহীশূর রাজ্য ব্রিটিশ প্রশাসনের অধীনস্থ হয় (১৮৩১-১৮৮১)
কুর্গ অধিগৃহীত হয় (১৮৩৪)।
লর্ড অকল্যান্ড৪ মার্চ, ১৮৩৬–২৮ ফেব্রুয়ারি, ১৮৪২উত্তর-পশ্চিম প্রদেশ প্রতিষ্ঠিত হয় (১৮৩৬)
১৮৩৭-৩৮ সালের আগ্রা মন্বন্তর
প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ (১৮৩৯-১৮৪২)
এলফিনস্টোন বাহিনী গণহত্যা (১৮৪২)
লর্ড এলেনবরো২৮ ফেব্রুয়ারি, ১৮৪২–জুন, ১৮৪৪প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ (১৮৩৯-১৮৪২)
সিন্ধ অধিগ্রহণ (১৮৪৩)
ব্রিটিশ ভারতে দাসপ্রথা বিলোপ (১৮৪৩)
হেনরি হার্ডিঞ্জ২৩ জুলাই, ১৮৪৪–১২ জানুয়ারি, ১৮৪৮প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ (১৮৪৫-৪৬)
লাহোর চুক্তি (১৮৪৬) অনুযায়ী, শিখেরা জলন্ধর দোয়াবহাজারা ও কাশ্মীর ব্রিটিশদের প্রত্যর্পণ করে।
অমৃতসর চুক্তি (১৮৪৬) অনুযায়ী, কাশ্মীর জম্মুর রাজা গুলাব সিংকে বিক্রয় করে দেওয়া হয়।
মার্কুইস অফ ডালহৌসি১২ জানুয়ারি, ১৮৪৮–২৮ ফেব্রুয়ারি, ১৮৫৬দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ (১৮৪৮-৪৯)
পাঞ্জাব ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ অধিগ্রহণ (১৮৪৯)
ভারতীয় রেলের নির্মাণকার্যের সূচনা (১৮৫০)
ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন (১৮৫১)
দ্বিতীয় ইঙ্গ-ব্রহ্ম যুদ্ধ (১৮৫২-৫৩)
নিম্ন ব্রহ্মদেশ অধিগ্রহণ
গঙ্গা খাল চালু (১৮৫৪)
স্বত্ববিলোপ নীতি অনুযায়ী, সাতারানাগপুর ও ঝাঁসি অধিগ্রহণ।
বেরার ও অযোধ্যা অধিগ্রহণ।
চার্লস ক্যানিং২৮ ফেব্রুয়ারি, ১৮৫৬–১ নভেম্বর, ১৮৫৮বিধবাবিবাহ আইন (২৫ জুলাই, ১৮৫৬)
প্রথম আধুনিক ভারতীয় বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠা (জানুয়ারি-সেপ্টেম্বর, ১৮৫৭)
১৮৫৭ সালের মহাবিদ্রোহ (১০ মে, ১৮৫৭–২০ জুন, ১৮৫৮) (প্রধানত উত্তর-পশ্চিম প্রদেশ ও অযোধ্যায়
ভারত শাসন আইন, ১৮৫৮ অনুযায়ী ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনবিলোপ।



ছয় দফা

ছয় দফায় বিধৃত দাবিসমূহ নিম্নরূপ: ১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখা...